কয়েক মাস আগে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন ইন্ডিয়ান আইডলের ১২তম সিজনের বিজয়ী পবনদীপ। সেই ঘটনার পর টানা প্রায় সাত মাস তিনি শয্যাশায়ী ছিলেন। দীর্ঘদিন পর সেই দুঃসহ স্মৃতির কথা এবার প্রকাশ্যে আনলেন তিনি।
একটি পডকাস্টে অতিথি হয়ে পবনদীপ জানান, দুর্ঘটনার সময় তার গাড়িতে আগুন ধরে যায় এবং তার পা ও হাত ভেঙে যায়। আরও মর্মান্তিক বিষয় হলো, ঘটনাস্থলে পুলিশ আসার আগ পর্যন্ত তাদের সাহায্যে এগিয়ে আসেনি কোনো সাধারণ মানুষ।
পবনদীপ বলেন, “পুলিশ না আসা পর্যন্ত আমাদের কেউ সাহায্য করেনি। গাড়িতে যখন আগুন লেগেছিল, তখন আমরা ভেতরেই আটকা ছিলাম। পরে একজন আমাকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে বাইরে ফেলে দেয়। আমি ঠিক জানি না কতক্ষণ গাড়ির ভেতরে ছিলাম; জ্ঞান ফিরতেই দেখি আমি গাড়ির বাইরে পড়ে আছি।”
দুর্ঘটনায় তার দুই পা ও একটি হাত ভেঙে যায়। এই তথ্য দিয়ে তিনি বলেন, “এরপর আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমার দুই পা আর এক হাত ভেঙে গিয়েছিল। আমি বাড়িতে ফোন করে পরিবারকে হাসপাতালে আসতে বলি। তখন শুধু ভাবছিলাম, যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু হোক। এখন আমি অনেক ভালো আছি।”
দুঃসহ সেই সময়ের কথা স্মরণ করে পবনদীপ বলেন, “দুর্ঘটনার পর প্রথম মাসে আমি একপাশ থেকে অন্যপাশে নড়তেও পারতাম না। এখন মোটামুটি হাঁটতে পারি, এটা আমাকে বিশাল আনন্দ দেয়। হাঁটার আসল মজাটা এখন আমি বুঝতে পারছি। যখন এমন কিছু ঘটে, তখন আপনাকে সেটা মেনে নিতে হবে এবং ইতিবাচক থাকতেই হবে। আমি আবার হাঁটা শুরু করেছি, আশা করি খুব দ্রুতই পুরোপুরি সুস্থ হয়ে উঠব।”
গত ৫ মে, ভোর রাত সাড়ে তিনটার দিকে ভারতের আহমেদাবাদে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিজের বর্তমান শারীরিক অবস্থা বর্ণনা করতে গিয়ে পবনদীপ বলেন, “দুর্ঘটনার পর আমি শয্যাশায়ী হয়ে পড়ি। ভাঙা পা নিয়েই মুম্বাই আসি। তার পরেও আমাকে আরও একমাস প্রায় অচল অবস্থায় থাকতে হয়। ধীরে ধীরে আমি আবার হাঁটা শুরু করেছি, এমনকি গিটার বাজানোও শুরু করেছি। হাতে কিছুটা শক্তিও ফিরেছে। তবে এখনো পুরোপুরি সুস্থ হতে আরও সময় লাগবে।”
জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর ১২তম আসরের বিজয়ী হন উত্তরাখণ্ডের পবনদীপ। অডিশন থেকেই তার গান শোনামাত্রই দর্শক-শ্রোতাদের হৃদয় জয় করেন তিনি। সেই আসরে দ্বিতীয় রানার-আপ হন অরুণিতা কাঞ্চন।
