২০০৭ সালের মিস মধ্যপ্রদেশ জয়ী ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সারা খান অবশেষে সাতপাকে ঘুরে ফেললেন। ‘সপনা বাবুল কা... বিদাই’, ‘রাম মিলায়ী জোড়ি’ আর ‘জুনুন – এইসি নফরত তো ক্যায়সে ইশ্ক’ ধারাবাহিক দিয়ে ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে ওঠা সারা এবার বিয়ে করলেন দীর্ঘদিনের প্রেমিক কৃশ পাঠককে।
গত অক্টোবরে কোর্ট ম্যারেজের পর এবার পুরোদস্তুর হিন্দু রীতিতে বিয়ের আয়োজন করলেন বিগ বস খ্যাত এই অভিনেত্রী। শুক্রবার (৫ ডিসেম্বর) পরিবারের কাছের লোকজন আর বন্ধুবান্ধবদের নিয়ে ছিমছাম অনুষ্ঠানে বাঁধা পড়লেন সারা-কৃশ জুটি। গায়ে হলুদ, সাত পাক, মালাবদল, সিঁদুর দান – সবকিছুই হলো ঠিক হিন্দু রীতি মেনে। এই বিয়ের মাধ্যমে ‘রামায়ণ’-এর মেঘনাদ খ্যাত অভিনেতা সুনীল লহরীর ছেলের বউ হয়ে গেলেন সারা খান!
বিয়ের রিসেপশনে লাল লেহেঙ্গায় সেজে রীতিমতো রাজকন্যা লাগছিল সারাকে। সোনা আর কুন্দনের ভারী গয়নায় নিজেকে আরও সুন্দর করে তুলেছিলেন ‘বিদাই’ ফেম এই তারকা। অনুষ্ঠানে টিভি ইন্ডাস্ট্রির একাধিক পরিচিত মুখও হাজির ছিলেন।
বিয়ের ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ফ্যানদের শুভেচ্ছার বন্যা। তবে একজন মুসলিম অভিনেত্রী হিন্দু পাত্রকে বিয়ে করায় ট্রোলের ঝড়ও কম হয়নি। অনেকে কটাক্ষ করছেন, আবার অনেকে প্রশংসাও করছেন তাদের প্রেমের জয়গানে।
জানা গেছে, এই তারকা জুটির প্রথম দেখা হয়েছিল একটা ডেটিং অ্যাপে। প্রথম দেখাতেই সারার মনে ধরে গিয়েছিল কৃশকে। সেখান থেকেই আলাপ, ভালোবাসা আর অবশেষে বিয়ে। পুরোনো সম্পর্কের তিক্ততা ভুলে নতুন জীবন শুরু করতে চান এই নবদম্পতি। ফ্যানরা আশা করছেন, এবার সারা-কৃশের সুখের সংসার দীর্ঘস্থায়ী হোক!
