বিপিএলের গত আসরের ড্রাফটে অংশ নিয়ে ব্যাপক আলোচনায় ছিলেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান। কিন্তু সদ্য শেষ হওয়া নিলামে ঢাকা ক্যাপিটালসের টেবিলে তাকে দেখা না যাওয়ায় বিভিন্ন গণমাধ্যমে খবর ছড়ায়— নাকি শাকিব মালিকানা হারিয়েছেন! তবে জানা গেছে, বিষয়টি পুরোপুরি সত্য নয়।

সোমবার (১ ডিসেম্বর) একটি বেসরকারি টিভি চ্যানেলকে এ বিষয়ে নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালসের ঘনিষ্ঠ একটি সূত্র।

সূত্রটি জানায়, শাকিব খান মালিকানা হারাননি। বরং তিনি শুরু থেকেই দলের ২০ শতাংশ শেয়ারের মালিক, এবং সেটি এখনো বহাল রয়েছে।

গত মৌসুমে রিমার্ক-হারল্যানের ব্যানারে ঢাকা ক্যাপিটালসের ডিরেক্টর ও অন্যতম মালিক হিসেবে যুক্ত হয়েছিলেন শাকিব। যদিও মাঠে দল প্রত্যাশামতো পারফর্ম করতে পারেনি, তবুও গ্যালারি জমে উঠত কেবল তাকে এক নজর দেখার আশায়।

এবার দলের মালিকানা পুরোপুরি চলে গেছে চ্যাম্পিয়ন স্পোর্টস প্রাইভেট লিমিটেডের হাতে। তবে নতুন মালিকপক্ষও শাকিব খানকে দলে রেখেছে। তার নামে এখনো ২০ শতাংশ শেয়ার বহাল আছে।

খেলোয়াড়দের তালিকা (নিলাম ও ডিরেক্ট সাইনিং):

দেশি খেলোয়াড়:
শামীম পাটোয়ারী (৫৬ লাখ), মোহাম্মদ সাইফউদ্দিন (৬৮ লাখ), মোহাম্মদ মিঠুন (৫২ লাখ), তাইজুল ইসলাম (৩০ লাখ), সাব্বির রহমান (২৮ লাখ), নাসির হোসেন (১৮ লাখ), রেজাউর রহমান রাজা (১৮ লাখ), ইরফান শুক্কুর (১৮ লাখ), আব্দুল্লাহ আল মামুন (১৪ লাখ), মারুফ মৃধা (১৪ লাখ), জায়েদ উল্লাহ (১১ লাখ), মইনুল ইসলাম (১১ লাখ)।

বিদেশি খেলোয়াড়:
দাসুন শানাকা (শ্রীলঙ্কা) – ৬৫ হাজার ডলার,
জুবায়েদ আকবরী (আফগানিস্তান) – ২০ হাজার ডলার।

ডিরেক্ট সাইনিং (দেশি):
সাইফ হাসান, তাসকিন আহমেদ।

ডিরেক্ট সাইনিং (বিদেশি):
উসমান খান, অ্যালেক্স হেলস।

 

news