বলিউড অভিনেত্রী রেখা এবং পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কথিত 'সম্পর্ক' নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মাঝে আজও গুঞ্জন চলে। শোনা যায়, তাঁদের নাকি একসময় বিয়ের কথা প্রায় ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু ঠিক কী কারণে সেই বহুচর্চিত বিয়ে ভেস্তে গেল?
সাম্প্রতিক সময়ে হঠাৎই পাকিস্তানের জেলে বন্দি সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল। পাকিস্তানে আদিয়ালা জেল, যেখানে তিনি তিন বছর ধরে কারাবন্দি আছেন, সেই জেল কর্তৃপক্ষ দ্রুত বিবৃতি প্রকাশ করে ইমরানের স্বাস্থ্যসংক্রান্ত এই জল্পনাকে 'ভিত্তিহীন' বলে উড়িয়ে দিয়েছেন।
তবে রাজনীতিবিদ হিসেবে নয়, ভারতে বরাবরই ক্রিকেটার হিসেবেই ইমরানের জনপ্রিয়তা বেশি। জানা যায়, একসময় ভারতের একাধিক অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন ইমরান খান। এর মধ্যে রেখা ও তাঁর 'সম্পর্ক' নিয়ে নেটিজেনদের মাঝে সবচেয়ে বেশি আলোচনা হয়। এককালে অভিনেত্রী মুনমুন সেনের সঙ্গেও ইমরান খানের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। অনেকেই বলতেন— ইমরান মুনমুনকে দারুণ পছন্দ করতেন। যদিও এই বিষয়ে তাঁরা কেউই প্রকাশ্যে কিছু বলেননি।
সময়টা ছিল ১৯৮০ সাল। তখন রেখার প্রেমে পড়েন ইমরান খান। সেই সময় 'স্টার' নামে একটি সংবাদপত্রের শিরোনাম ছিল— 'রেখাকে বিয়ে করছেন ইমরান?' এই ঘটনাকে 'স্টার' একটি 'নিখুঁত ইয়র্কার'-এর তকমা দিয়েছিল। ওই সংবাদপত্রের প্রতিবেদনে আরও দাবি করা হয়— ১৯৮৫ সালের এপ্রিল মাসের প্রায় গোটা সময়টাই ইমরান খান বম্বেতে (বর্তমানে মুম্বাই) কাটিয়েছিলেন। আর তাঁর সঙ্গী ছিলেন নাকি রেখা।
বিভিন্ন সময়ে তাঁদের সমুদ্রের ধারে, ব্যক্তিগত পার্টি কিংবা নাইটক্লাবে একসঙ্গে ঘোরাঘুরি করতে দেখা যেত। তাঁদের ঘনিষ্ঠতা দেখে অনেকেই অনুমান করেছিলেন যে এই দুজন তখন প্রেমে হাবুডুবু খাচ্ছেন।
কেন ভেস্তে গেল বিয়ে?
এই সম্পর্কে নাকি রেখার মা পুষ্পাবলিরও কোনো আপত্তি ছিল না। পুষ্পাবলি মনে করতেন, ইমরানই তাঁর মেয়ের সেরা সঙ্গী হতে পারেন। কিন্তু এত কিছুর পরও শেষমেশ সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি।
গুঞ্জন আছে, দিল্লিতে রেখার মা একজন জ্যোতিষীর কাছে যান। সেই জ্যোতিষীর ভবিষ্যদ্বাণীর পরই নাকি বিয়েতে বাধা পড়ে! তবে এই প্রসঙ্গে রেখা বা ইমরান খান কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
যদিও পরবর্তীতে এক সাক্ষাৎকারে ইমরান খান বলেছিলেন, অভিনেত্রীরা তাঁর জীবনে এসেছেন, আবার চলেও গেছেন। তাঁদের সঙ্গে সংসার পাতার কথা তিনি কখনোই মনে আনতে চাননি।
