সড়ক থেকে সোশ্যাল মিডিয়া – নারীদের হেনস্তার শিকার হতে হয় সব জায়গাতেই। আর এসবের দোষ চাপিয়ে দেওয়া হয় মেয়েদের পোশাক, মেকআপ আর চেহারার ওপর।
স্কার্ট কতটা ছোট, ব্লাউজ কতটা খোলা, শাড়ির আঁচল কোথায় – সব নিয়ে চলে কুৎসিত কথার ঝড়। কখনো রাস্তায়, কখনো ফেসবুক-ইনস্টায় কুৎসিত ভাষায় আক্রমণ।
কয়েক সপ্তাহ আগেই এমন তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বলিউডের চিরসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। নিজের শরীরের গড়ন আর ওজন নিয়ে ট্রোলারদের হাজারো কটূক্তি সহ্য করতে হয়েছে। পোশাক নিয়েও ছিল নোংরা মন্তব্যের বন্যা। কিন্তু সেই অপমানই যেন ঐশ্বরিয়াকে আরও শক্ত করেছে। এবার নারী হেনস্তার বিরুদ্ধে মুখ খুললেন জোর গলায়।
সম্প্রতি একটা আন্তর্জাতিক প্রসাধনী ব্র্যান্ডের ইভেন্টে গিয়েছিলেন ঐশ্বরিয়া। সেখানে তাকে প্রশ্ন করা হয়, রাস্তায় হেনস্তার মুখে পড়লে মেয়েরা কী করবে? জবাবে ঐশ্বরিয়া বললেন, “চোখ ফিরিয়ে পালিয়ে গেলেই বাঁচা যায় – এটা ভুল ধারণা। সোজা হেনস্তাকারীর চোখে চোখ রেখে তাকান। মাথা উঁচু করে হাঁটে শিখুন।”
নারীদের জন্য তার আরও পরামর্শ, “মনে রাখবেন – আমার শরীর, আমার সম্পত্তি। নিজের মূল্যবোধ নিয়ে কখনো আপস করবেন না। আত্মবিশ্বাসই আপনার সবচেয়ে বড় অস্ত্র। দরকার হলে নিজের জন্য নিজেই লড়াই করুন। কিন্তু কখনোই পোশাক কিংবা লিপস্টিকের রঙকে দোষ দেবেন না। হেনস্তা হলে সেটা কখনো আপনার দোষ নয়।”
