ঢাকা, সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫ | ২৩ অগ্রহায়ণ ১৪৩২
Logo
logo

সৌদি আরবের রেড সি উৎসবে ঐশ্বরিয়া, জেসিকা অ্যালবাসহ তারকাদের মেলা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৫, ১১:১২ পিএম

সৌদি আরবের রেড সি উৎসবে ঐশ্বরিয়া, জেসিকা অ্যালবাসহ তারকাদের মেলা

সৌদি আরবের জেদ্দায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫। লালগালিচায় ছিল বলিউড থেকে হলিউড—সবাইকে ছাড়িয়ে টলিউড তারকা ঐশ্বরিয়া রাই যেন পুরোটাই নিজের করে নিয়েছেন। ডাকোটা জনসন ও জেসিকা অ্যালবার সঙ্গে তার হাসিখুশি আলাপচারিতার ভিডিও–ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে সামাজিক মাধ্যমে।

ভক্তরা এই তিন তারকার একসঙ্গে উপস্থিতিকে বলেছেন—‘অপ্রত্যাশিত, কিন্তু দারুণ আনন্দদায়ক মিলন’। ছবির আরেক কোণে দেখা গেছে রেড সি ফিল্ম ফাউন্ডেশনের চেয়ারওম্যান জমানা আল রশিদকেও।

লালগালিচায় ঐশ্বরিয়ার রাজকীয় উপস্থিতি

উদ্বোধনী দিনে ঐশ্বরিয়ার লুক ছিল নজরকাড়া। সাদা–কালো ব্লেজার স্টাইলে তৈরি পোশাকে ছিল সোনালি কারুকাজ—যা পুরো লুকটিকে আরও আভিজাত্যপূর্ণ করেছে। এরপর আরেক আয়োজনে তিনি হাজির হন ডলচে অ্যান্ড গাবানার কালো সিল্ক গাউনে। পান্নার নেকলেস ও স্মোকি আই মেকআপে তার সৌন্দর্য নিয়ে নেটিজেনরা প্রশংসায় ভাসেন।

বিশ্ব সিনেমার বড় আসরে তারকাদের সমাবেশ

লোহিত সাগরের তীরে আয়োজিত রেড সি চলচ্চিত্র উৎসব অল্প সময়েই বিশ্বের বড় মাপের চলচ্চিত্র ইভেন্টগুলোর তালিকায় উঠে এসেছে। উদ্বোধনীতে অতিথিদের স্বাগত জানান জমানা আল রশিদ ও উৎসব পরিচালক মোহাম্মদ আল-তুর্কি।

এ বছর বিশেষ সম্মাননা পেয়েছেন ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ, ব্রিটিশ কিংবদন্তি মাইকেল কেইনসহ আরও কয়েকজন আন্তর্জাতিক তারকা।

বলিউডের আরও তারকা হাজির

ঐশ্বরিয়ার পাশাপাশি বলিউড থেকে অংশ নিয়েছেন কৃতি স্যাননও। শুক্রবার উৎসবের একটি বিশেষ সেশনে বক্তব্য রাখার কথা রয়েছে তার।