ঢাকা, বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫ | ২৭ অগ্রহায়ণ ১৪৩২
Logo
logo

শাকিব খানের সিনেমায় নতুন চমক! জমিদার রূপে আসছেন জনপ্রিয় অভিনেতা বড়দা মিঠু! 


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৬:১২ পিএম

শাকিব খানের সিনেমায় নতুন চমক! জমিদার রূপে আসছেন জনপ্রিয় অভিনেতা বড়দা মিঠু! 

নাটক ও সিনেমা—দুই মাধ্যমেই এখন দারুণ ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় অভিনেতা বড়দা মিঠু। তার আসল নাম মাহমুদুল হাসান মিঠু হলেও, অভিনয় জগতে তিনি এই নামেই বেশি পরিচিত। বৈচিত্র্যময় সব চরিত্রে অভিনয় করে তিনি শুধু দর্শকদেরই ভালোবাসা কুড়াননি, নির্মাতাদেরও আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

নতুন সিনেমার ব্যস্ততা: বর্তমানে বড়দা মিঠু একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:

শাকিব খান অভিনীত ও সাকিব ফাহাদ পরিচালিত ‘প্রিন্স’।

বদিউল আলম খোকনের ‘তছনছ’।

সাদেক সিদ্দিকী পরিচালিত ‘দেনা–পাওনা’।

রবিঠাকুরের গল্পে জমিদার: রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘দেনা–পাওনা’ সিনেমার শুটিং সম্প্রতি শেষ করেছেন এই অভিনেতা। সিনেমাটিতে তিনি একটি গুরুত্বপূর্ণ জমিদারের চরিত্রে অভিনয় করেছেন।

অভিনেতার নিজের কথা: অভিজ্ঞ এই অভিনেতা তার কাজ প্রসঙ্গে বলেন, “আমি জমিদারের চরিত্রে অভিনয় করেছি। দারুণ একটি গল্পে কাজের সুযোগ পেয়েছি। আর শাকিবের 'প্রিন্স' সিনেমায় আমাকে দেখা যাবে একদম নতুন একটি চরিত্রে। আশা করছি, আসন্ন আমার কাজগুলো দর্শকরা পছন্দ করবেন।”

চ্যালেঞ্জিং চরিত্রে আগ্রহ: চলতি কাজগুলো ছাড়াও বড়দা মিঠুর আরও বেশ কয়েকটি সিনেমা ও নাটক মুক্তির অপেক্ষায় আছে। এই দক্ষ অভিনেতা সবসময়ই চ্যালেঞ্জিং চরিত্রে নিজেকে যুক্ত রাখতে চান এবং দর্শকদের নতুন কিছু উপহার দিতে ভালোবাসেন।