ঢাকা, বুধবার, ডিসেম্বর ১০, ২০২৫ | ২৬ অগ্রহায়ণ ১৪৩২
Logo
logo

টাঙ্গাইলে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণের দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন


এনবিএস ডিজিটাল ডেস্ক     প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৫, ০৪:০৭ পিএম

টাঙ্গাইলে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণের দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

টাঙ্গাইলে জনস্বাস্থ্য সুরক্ষা ও তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রেস ক্লাবের সামনে ডর্‌পের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বিড়ি শ্রমিক, যুব প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যরা অংশ নেন। তারা তামাকের ক্ষতিকর প্রভাব থেকে সাধারণ মানুষকে রক্ষায় কঠোর আইন প্রণয়নের দাবি তোলেন।

বক্তারা বলেন, বিড়ি শিল্পে কাজ করা শ্রমিকরা স্বাস্থ্যঝুঁকি ও নিম্ন মজুরির শিকার। তামাকের চাহিদা কমলেও দারিদ্র্য ও বিকল্প কর্মসংস্থানের অভাবে অনেকেই এই পেশায় রয়ে গেছেন।

তারা আরও উল্লেখ করেন, বিড়ি শিল্পে শিশু ও নারী শ্রমিকরা বিশেষভাবে ঝুঁকিতে রয়েছেন। আইন শক্তিশালী করে তাদের স্বাস্থ্য সুরক্ষা ও বিকল্প আয়ের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। এতে তামাক নিয়ন্ত্রণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এফসিটিসি নির্দেশিকা বাস্তবায়নের ৬টি প্রস্তাব উল্লেখ করা হয়।

প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধকরণ, তামাক পণ্যের প্রদর্শন বন্ধ করা, ই-সিগারেট নিয়ন্ত্রণ এবং প্যাকেটে সচিত্র সতর্কবার্তার আকার বাড়ানো। জেলা প্রশাসক আইন শক্তিশালীকরণে সহযোগিতার আশ্বাস দেন।