ঢাকা, বুধবার, ডিসেম্বর ১০, ২০২৫ | ২৬ অগ্রহায়ণ ১৪৩২
Logo
logo

গাজী মানব কল্যাণ ফাউন্ডেশন-এর নতুন যাত্রা স্মরণীয় অভিষেক অনুষ্ঠানে


প্রেস বিজ্ঞপ্তি   প্রকাশিত:  ০২ মে, ২০২৫, ০৬:০৫ পিএম

গাজী মানব কল্যাণ ফাউন্ডেশন-এর নতুন যাত্রা স্মরণীয় অভিষেক অনুষ্ঠানে

Zঢাকার ব্যস্ত শহরের মাঝে ১ মে, ২০২৫, এক অন্যরকম বিকেল উপহার দিল “গাজী মানব কল্যাণ ফাউন্ডেশন”-এর অভিষেক ও গুণীজন সংবর্ধনা। মেট্টো লাউঞ্জে আয়োজিত এই আয়োজন যেন হয়ে উঠেছিল জ্ঞান, সংস্কৃতি ও মানবতার মিলনস্থল। আয়োজনের উদ্যোক্তা মোঃ অহিদুর রহমান, যিনি ফাউন্ডেশনের চেয়ারম্যান, এক দৃঢ় প্রত্যয়ে এই মানবিক সংগঠনের যাত্রা শুরু করলেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ইলোরা সোমা। অতিথি তালিকায় ছিলেন সমাজ ও সাহিত্যের নানা স্তরের গুণীজনরা। প্রধান অতিথি প্রাকৃতজ শামীম রুমি টিটন, উদ্বোধক ড. মোহাম্মদ আবু তাহের, আলোচক শিহাব রিফাত আলম এবং অতিথি আগাম হাসিনা মমতাজসহ অনেকেই অনুষ্ঠানে প্রাণ সঞ্চার করেন তাঁদের বক্তব্য ও উপস্থিতিতে। আলোচনায় উঠে আসে সাহিত্য, মানবতা এবং সমাজ উন্নয়নের নানা দিক, যা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

 

এই আয়োজন শুধু একটি আনুষ্ঠানিকতা ছিল না, বরং এটি ছিল মানুষের জন্য কিছু করার শপথ। "গাজী মানব কল্যাণ ফাউন্ডেশন"-এর এই নতুন যাত্রা যেন সামনে এগিয়ে যায় সবার ভালোবাসা আর কর্মপ্রেরণায়।

 

#মানবতা #গুণীজন_সংবর্ধনা #সাহিত্য #সামাজিক_উন্নয়ন #গাজী_ফাউন্ডেশন