ঢাকা, বুধবার, ডিসেম্বর ১০, ২০২৫ | ২৬ অগ্রহায়ণ ১৪৩২
Logo
logo

ফরিদপুরে যুবলীগ নেতা মির্জা আহসানুজ্জামান গ্রেপ্তার


এনবিএস ডিজিটাল ডেস্ক     প্রকাশিত:  ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:০২ পিএম

ফরিদপুরে যুবলীগ নেতা মির্জা আহসানুজ্জামান গ্রেপ্তার

ফরিদপুরের মধুখালীতে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মির্জা আহসানুজ্জামান আজাউল (৫৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। 

এদিন সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মধুখালীর মরিচ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওসি এস এম নুরুজ্জামান জানান, মির্জা আহসানুজ্জামান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলার আসামি। 

গ্রেপ্তারের পর তাকে মঙ্গলবার বিকেলে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলাকালীন সময় মির্জা আহসানুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করা হবে।