বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন। তিনি জানান, রোববার যে অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সোমবার তার তুলনায় তিনি অনেকটাই ভালো আছেন।
ডা. আল মামুন বলেন,
‘ম্যাডাম গতকাল যে অবস্থায় ছিলেন, আজ তার চেয়ে ভালো আছেন। তিনি এখন কেবিনে রয়েছেন। দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া
রোববার সন্ধ্যায় নিয়মিত কিছু স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা–নিরীক্ষার পরে চিকিৎসকেরা তাকে হাসপাতালে ভর্তি করেন।
পরে মেডিকেল বোর্ড জানায়, খালেদা জিয়ার ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। এর কারণে তার শ্বাসপ্রশ্বাসে জটিলতা দেখা দেয়, যে বিষয়টি চিকিৎসকেরা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।
খালেদা জিয়ার আরেক ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান,
‘তার শারীরিক অবস্থা বিবেচনায় সর্বোচ্চ সতর্কতা নিয়ে নিবিড়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
তিনি আরও জানান, শনিবার ভোররাত থেকে লন্ডনে থাকা তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং সার্বিক খোঁজখবর নিচ্ছেন।
এদিকে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমানও হাসপাতালে উপস্থিত রয়েছেন এবং কাছ থেকে সব পরিস্থিতি দেখছেন।
Khaleda Zia health update, Khaleda Zia Evercare Hospital, BNP chairperson health, Bangladesh politics news, Khaleda Zia medical board, lung infection Khaleda Zia, Tareque Rahman updates, Zubaida Rahman communication, Bangladesh breaking news, Khaleda Zia condition improves, Dhaka hospital news, Bangladesh political figure health, Khaleda Zia treatment, Khaleda Zia admitted, Bangladesh top news
